ফেসবুক এখন ফ্রি তে ব্রাউজ করতে পারবেন।

হ্যাঁ ভাই।
ঠিকই শুনেছেন।
ফেসবুক এখন ফ্রি তে ব্রাউজ করতে পারবেন।
কিন্তু শুধু গ্রামীণফোন এর গ্রাহকগণ।
তাও আবার কিছু সীমাবদ্ধতা আছে। সেগুলো হলঃ
* শুধুমাত্র মোবাইলে JAVA FACEBOOK APPLICATION এর মাধ্যমে।
* ২৮ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত
* ফেসবুকের সব ফিচার ওই অ্যাপ্লিকেশানে পাবেন না। যেমনঃ কমেন্ট লাইক, বাংলা দেখা, ফেসবুক পেজ ও গ্রুপে ঢোকা ইত্যাদি।
তারপরেও যা ফ্রি তে পাচ্ছেন, তাই বা আসে কোত্থেকে ??
যা যা করতে পারবেন ওই অ্যাপ্লিকেশান দিয়েঃ
*হোমপেজ এর পোস্ট পড়া, লাইক, কমেন্ট দেয়া।
* কাউকে ম্যাসেজ পাঠানো।
* ফেসবুক সার্চ, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট, ইগ্নোর ।
* ফেসবুক নোটিফিকেশন।
* ফেসবুক ইভেন্ট।
* নিজের ও ফ্রেন্ডদের ওয়াল পোস্ট দেখা, ফটো অ্যালবাম দেখা।
* ফ্রেন্ড লিস্ট দেখা।
যেভাবে এসব সুবিধা পাবেনঃ
*গ্রামীণফোন থেকে FB লিখে 5000 এ SMS পাঠান।
*রিপ্লাই ম্যাসেজে একটা লিংক পাবেন। ওই লিংকে ক্লিক করে ফেসবুক জাভা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন।
*এবার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়ুন ওই অ্যাপ্লিকেশনে।
নিজেই আবিস্কার করুন, আপনি যতই ক্লিক করেন না কেন, কোন টাকা বা ইন্টারনেট খরচ হচ্ছে না।
অ্যাপ্লিকেশনটি SNAPTU এর মত। যারা এর আগে SNAPTU ব্যবহার করেছেন, তাদের কাছে এটা ব্যবহার করা ডালভাত !!
এবার ফেসবুকিং চলবে সারাদিন !! dancing

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ